ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহম্মদপুর আ’লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, জুলাই ১, ২০১৭
মহম্মদপুর আ’লীগের সাধারণ সম্পাদক বহিষ্কার

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলার ঘটনায় একই উপজেলার বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শিকদারকে দল থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১ জুলাই) মহম্মদপুর ক্রীড়া অফিসে উপজেলা আওয়ামী লীগের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানসহ মহম্মদপুর উপজেলা ও একই উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন-মহম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি নূরুজ্জামান, সাংগঠনিক সম্পদাক রাশেদ মোল্যা, হাবিবুর রহমান প্রমুখ।
 
বৃহস্পতিবার সকালে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। হামলাকারীরা বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান শিকদারের লোক দাবি করে তার বহিষ্কারের দাবি জানায় দলীয় কর্মীরা। একই দাবিতে শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ করে জরুরি সভায় অংশ নেন দলীয় নেতা-কর্মীরা। এ সভায় সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান শিদারের বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।