শনিবার (১ জুলাই) বিকেলে আত্রাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শহিদুল ইসলাম উপজেলার জামগ্রাম গ্রামের সাহাদ আলীর ছেলে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বাংলানিউজকে জানান, ২০০৪ সালে জেএমবির উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে হত্যাযজ্ঞ মারপিট, লুটতরাজ, ভাঙচুরে মেতে উঠেন। এ সমস্ত কর্মকাণ্ডে শহিদুল ইসলাম সক্রিয় অংশগ্রহণ করেন। দীর্ঘদিন ধরে শহিদুল ইসলাম পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় চাঁদাবাজির ২টি মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ০১ জুলাই, ২০১৭
আরএ