রোববার (০২ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের লক্ষ্মীপুর রামগঞ্জের বাসভবনে হামলা, ভাঙচুর ও দলের নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
ঈদের পরের দিন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ২০ দলীয় জোটের সম্ভব্য প্রার্থী শাহদাত হোসেন সেলিম এলাকায় গণসংযোগ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে গেলে হামলার শিকার হন।
এদিন তার বাসভবনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। মারধর করা হয় শাহদাত হোসেন সেলিমের অনুসারীদের।
এ ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে রেদোয়ান আহমেদ বলেন, শাহদাত হোসেন সেলিমের বাসভবনে হামলা, নেতাকর্মীদের আহত করা গণতন্ত্রের জন্য অশুভ ইঙ্গিত। এ হামলা জাতীয়তাবাদী দেশপ্রেমী শক্তির বিরুদ্ধে হামলা। এর সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ঢাকা মহানগর এলডিপির আহ্বায়ক মহিউদ্দিন মাহির সভাপতিত্বে মানববন্ধনে সংহিত প্রকাশ করে বক্তব্য দেন এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান, এলডিপির যুগ্ম মহাসচিব তমিজউদ্দিন টিটু, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এমএএম/এজেড/ এএটি/