ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

চাটখিলে চেয়ারম্যানসহ বিএনপির ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, জুলাই ৩, ২০১৭
চাটখিলে চেয়ারম্যানসহ বিএনপির ২ নেতা আটক

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে দলীয় বৈঠক চলাকালে সাবেক ইউপি চেয়ারম্যান সহ বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দুপুর ২টার দিকে তাদের আটক করা হয়।

আটক নেতারা হলেন- ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ আলম এবং সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্ট‍ু।

স্থানীয়রা জানায়, ইউনিয়ন যুবদলের সম্মেলনে ছাত্রদলের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যা সমাধানের জন্য দুপুরে স্থানীয় ছাত্রদল এবং যুবদল নেতাদের নিয়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেনের বাড়িতে বৈঠকে বসেন দলের নেতারা।

বৈঠক চলাকালে দুপুর ২টার দিকে বৈঠকস্থলে অভিযান চালায় পুলিশ। এসময় দলের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখান  থেকে মোর্শেদ আলম ও লিয়াকত আলী ভুট্টুকে আটক করে পুলিশ।

চাটখিল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট আবু হানিফ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানান, দুই নেতাকে আটকের কারণ এখনো তারা জানতে পারেননি। শান্তিপূর্ণ বৈঠক থেকে দুই নেতাকে আটকের নিন্দা জানান তিনি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের এখনো থানায় আনা হয়নি।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ০৩ জুলাই, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।