মঙ্গলবার (৪ জুলাই) ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে থাকায় তার অবর্তমানে ভারপ্রাপ্ত মহাসচিব হতে চেয়েছিলেন রিজভী আহমেদ।
এছাড়া বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার সম্পর্কে রিজভী আহমদ না জেনে কথা বলেছেন বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, রিজভী দাবি করেছিলেন সরকার ফরহাদ মজহারকে অপহরণ করেছে। কিন্তু মাত্র ১৮ ঘণ্টার মধ্যে ফরহাদ মজহারকে সরকার উদ্ধার করেছে। রিজভীর বক্তব্য বালখিল্যের প্রলাপ ছাড়া কিছুই নয়।
বিএনপিকে মিথ্যাচার বন্ধ করে আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দেন হাছান মাহমুদ। তিনি বলেন, এতিমের টাকা অাত্মসাত করে খালেদা জিয়া বিচারের সম্মুখীন হয়ে মামলার হাজিরা না দেওয়ার রেকর্ড করে ফেলেছেন।
দেশে থেকেও আদালতে অসুস্থতার নামে হাজিরা দেন না তিনি। বিএনপি ক্ষমতায় থেকে ২ লাখ কোটি আত্মসাত করেছে। শুধু বিদ্যুৎখাত থেকে ২৩ হাজার কোটি টাকা সরিয়ে দিয়েছে।
মার্কিন দূতাবাস সে সময় তাদের সরকারকে রিপোর্ট করে বাংলাদেশে যা কিছু খারাপ তার জন্য দায়ী একমাত্র তারিক। সিমেন্স এর কাছে ২ শতাংশ ঘুষ নিয়েছিল তারিক। ২১ কোটি টাকা ঘুষ নিয়ে তারেক দুদকের মামলা থেকে একজনকে বাঁচিয়ে দিতে চেয়েছিল।
দুর্নীতির মামলায় ৭ বছর জেল হয়েছে তারেকের। শুধু খালেদা নয় তার অর্থমন্ত্রী সাইফুর রহমানও কালো টাকা সাদা করেছেন। বিএনপি শুধু দুর্নীতিগ্রস্ত নয়, সন্ত্রাসী সংগঠন। কানাডার আদালত হতে তা প্রমাণ হয়েছে। এমন একটি দল এমন মিথ্যাচার করছে যা শুনে জনগণ হাসছে।
বাংলাদেশের সংবিধানে যে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেটি অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি হাছান মাহমুদ।
বিএনপি নেতার গুলশানের বাড়ি দখলের বিষয়ে সরকার প্রতারণা মামলা করবে কি না তা ভেবে দেখা হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের মুখপাত্র।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
কেজেড/আরআই