তিনি লংগদুর অগ্নিকাণ্ড ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে রোববার (০৯ জুলাই) দুপুরে রাঙ্গামাটির স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহবান জানান।
তিনি বলেন, পাহাড়ে একের পর এক ইস্যু সৃষ্টি করে স্বার্থান্বেষী একটি মহল দেশের স্বাধীনতা, অখণ্ডতা ও স্বার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে মেতে রয়েছে।
তিনি লংগদুর ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেয়া এবং পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারকে এগিয়ে আসার আহবান জানান।
সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির মহাসচিব মোহাম্মদ শাহজাহান সাজু, তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. আক্কাস আলী খান, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাস আল মামুনসহ তৃণমূল বিএনপির নেতা ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ০৯ জুলাই, ২০১৭
আরএ