সোমবার (১০ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী মুক্তি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় গতকাল (৯ জুলাই) সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি বলেন, ১৪ দলীয় মহাজোটের অনেক নেতা সংসদে বলেছেন সংবিধানের বেসিক থেকে সরা যাবে না। আমি সেই চাটুকার নেতাদের বলবো, ৭২ এর সংবিধান আওয়ামী লীগ নষ্ট করে যখন বাকশাল প্রতিষ্ঠা করেছিলো তখন আপনারা কোথায় ছিলেন। তখন যদি কথা না বের হলে এখন বের হচ্ছে কেন?
তিনি আরও বলেন, জাসদের এক নেতা কাল সংসদে সংবিধানের বেসিক নিয়ে অনেক কথা বলেছেন। আমি তাকে বলতে চাই, সংবিধান কি ধ্রুবতারা, যে পরিবর্তন করা যাবে না? দেশ ও জাতীয় স্বার্থে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্যবার পরিবর্তন হয়েছে। ফ্যাসিবাদী ও ক্ষমতালোভীদের জন্য সংবিধান ধ্রুবতারা।
সকালে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন রিজভী। বলেন, নিরাপত্তার অজুহাতে মানববন্ধন করতে দেওয়া হয়নি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে এতো শঙ্কা থাকতো না।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ডেকেছিলো আসলাম চৌধুরী মুক্তি পরিষদ। যেখানে রুহুল কবির রিজভীর প্রধান অতিথি থাকার কথা ছিলো। কিন্তু পুলিশ অনুমিত না দেওয়ায় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এসে আলোচনা সভার আয়োজন করে।
আয়োজক সংগঠনের আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমএসি/এএ