ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রাজাপুরে উপজেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জুলাই ১০, ২০১৭
রাজাপুরে উপজেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঝালকাঠি: ঝালকাঠিতে সংগঠন বিরোধী ও অসামাজিক কাজে জড়িত থাকায় রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসানকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার (১০ জুলাই) ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল ইসলাম শফিক ও সাধারণ সম্পাদক এস এম আল আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি শফিক বাংলানিউজকে জানান, মাহমুদুলের সংগঠন বিরোধী কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়ে আসছিল তাকে একাধিক বার সংযত হওয়ার জন্য মৌখিক ভাবে বলা হয়েছিল।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে, রোববার (০৯ জুলাই) সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজপুর ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য বিএইচ হারুনের সামনেই ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্রলীগ সদস্য রাজিব ফরাজীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

বাংলা‌দেশ সময়: ২২১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।