মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী ফিরোজ আহম্মেদ রনির নেতৃত্বে মিছিল বের করলে নতুন কমিটির সভাপতি আল মামুন তুষারের নেতৃত্বে একদল নেতাকর্মী মিছিলে হামলা চালায়। হামলায় পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ বিক্ষোভকারী ৫ নেতাকর্মী আহত হন।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বর্তমানে চারঘাট বাজারে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৬ জুলাই আল মামুন তুষারকে সভাপতি এবং রায়হানুল হক রানাকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে চারঘাট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই কমিটির সভাপতিসহ বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে বিবাহিত, অছাত্র ও বয়স নেই, এমনকি ছাত্রলীগের সদস্য নন- এমন অভিযোগ রয়েছে।
এ অভিযোগে পৌরসভাসহ ছয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে ১৩ নেতাকর্মী সংবাদ সম্মেলনের মাধ্যমে একসঙ্গে পদত্যাগের ঘোষণা দেন। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী ফিরোজ আহম্মেদ লনির নেতৃত্বে মিছিল বের করা হয়।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এ ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এসএস/এএ