মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফয়সাল আহমেদ সরকার, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. তানভীর আহম্মেদ, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শহিদুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হান্নান মিয়া হান্নু, ৪৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল মো. সফি উদ্দিন এবং ৫৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আলেক।
গাজীপুর আদালতে পরিদর্শক মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় জয়দেবপুর থানার এসআই আহাদুল ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
মামলায় সিটি মেয়র অধ্যাপক এমএ মান্নান ও বিএনপি সমর্থিত বেশ কিছু কাউন্সিলরসহ ৪০ জনের নামে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করা হয়। পরে তদন্তকারী কর্মকর্তা আরও ৩ কাউন্সিলরসহ ৫১ জন বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখ করে ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলায় চার্জশিটভুক্ত পলাতক আট কাউন্সিলর গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত ছয় কাউন্সিলরের জামিন নামঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
আরএস/এএ