ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রবের চা চক্রে পুলিশের বাধা গণতন্ত্র পরিপন্থী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
রবের চা চক্রে পুলিশের বাধা গণতন্ত্র পরিপন্থী

ঢাকা: স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ.স.ম আবদুর রবের বাসভবনে রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধা ও বন্ধুদের নিয়ে আয়োজিত চা চক্রে পুলিশের বাধা প্রদানের ঘটনায় নিন্দা, প্রতিবাদ, ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

শুক্রবার (১৪ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। গণতান্ত্রিক চেতনা পরিপন্থী এই বাধার মাধ্যমে প্রমাণিত হলো সরকার সমগ্র দেশটাকে পুলিশী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে।

তারা বলেন, সরকারের সমালোচনা করা কিংবা যে কোন রাজনৈতিক বিষয়ে আলোচনা-সমালোচনা করা জনগণের সাংবিধানিক অধিকার।  আর আ স ম রবের বাসভবনে উপস্থিত প্রায় সকলেই বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে জড়িত এবং মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী।  তাদের চা চক্রে পুলিশী বাধা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে আমরা মনে করছি।

বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনা যদি সরকারের শীর্ষ ব্যক্তিদের নির্দেশে হয়ে থাকে তাহলে বুঝতে হবে আতঙ্কিত সরকার পতনের পদধ্বনি শুনছে।  তাই সকল জায়গাতেই তারা ষড়যন্ত্র খুঁজে ফিরছে।  আর ঘটনা যদি সরকারের নির্দেশ ছাড়া অতিউৎসাহী পুলিশ কর্মকর্তারা স্বেচ্ছায় ঘটিয়ে থাকেন, তাহলে সরকারের উচিত হবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এজেড/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।