শুক্রবার (১৪ জুলাই) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতি তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। গণতান্ত্রিক চেতনা পরিপন্থী এই বাধার মাধ্যমে প্রমাণিত হলো সরকার সমগ্র দেশটাকে পুলিশী রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে।
তারা বলেন, সরকারের সমালোচনা করা কিংবা যে কোন রাজনৈতিক বিষয়ে আলোচনা-সমালোচনা করা জনগণের সাংবিধানিক অধিকার। আর আ স ম রবের বাসভবনে উপস্থিত প্রায় সকলেই বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে জড়িত এবং মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী। তাদের চা চক্রে পুলিশী বাধা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে আমরা মনে করছি।
বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনা যদি সরকারের শীর্ষ ব্যক্তিদের নির্দেশে হয়ে থাকে তাহলে বুঝতে হবে আতঙ্কিত সরকার পতনের পদধ্বনি শুনছে। তাই সকল জায়গাতেই তারা ষড়যন্ত্র খুঁজে ফিরছে। আর ঘটনা যদি সরকারের নির্দেশ ছাড়া অতিউৎসাহী পুলিশ কর্মকর্তারা স্বেচ্ছায় ঘটিয়ে থাকেন, তাহলে সরকারের উচিত হবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৭
এজেড/আরআই