ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার উপদেষ্টা হারুন-অর-রশীদ মুন্নু আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১২, আগস্ট ১, ২০১৭
খালেদা জিয়ার উপদেষ্টা হারুন-অর-রশীদ মুন্নু আর নেই

মানিকগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হারুন-অর-রশীদ খান মুন্নু আর নেই (ইন্নালিল্লা.......রাজেউন)।

মঙ্গলবার (০১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের গিলন্ড গ্রামের মুন্নু সিটির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক আব্দুল আউয়াল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই সন্তান, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুন্নুর নামাজে জানাজা ও দাফন সর্ম্পকে তাৎক্ষনিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯০৬ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।