ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

কুবিতে ১৫ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, আগস্ট ১, ২০১৭
কুবিতে ১৫ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুবিতে ১৫ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহর হত্যাকারী বিপ্লব চন্দ্র দাসকে বহিস্কারসহ ১৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে ক্যাম্পাসের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে শাখা ছাত্রলীগ।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে না নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামী রোববার থেকে কঠোর আন্দোলনে যাবে ছাত্রলীগ।

পরে তারা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আশরাফ কাছে ১৫ দফা দাবি সম্বলিত স্মারক পেশ করেন। এরপ্রেক্ষিতে উপাচার্য বলেন, ‘ছাত্রদের দেওয়া দাবিগুলো সিন্ডিকেটে এজেন্ডা করা হবে। ’

দাবিগুলো হলো- মাস্টার্সের ভর্তি ফি কমানো, ২৪ ঘণ্টা আবাসিক ডাক্তার, আবাসিক হলগুলোতে খাবারে ভতুর্কি, বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র মিলনায়তন নির্মাণ, কেন্দ্রীয় গ্রন্থাগার নির্মাণ, আবাসিক হলগুলোতে শক্তিশালী ওয়াইফাই স্থাপন, দৃষ্টি নন্দন মূলফটক নির্মাণ, ছাত্র-ছাত্রীদের জন্য মানসম্মত পরিবহন ব্যবস্থাসহ মোট ১৫ দফা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।