ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, আগস্ট ১, ২০১৭
খাগড়াছড়িতে শ্রমিকলীগ নেতাকে কুপিয়ে জখম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়া এলাকায় দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়েছেন জেলা শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়া। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল, পরে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।

মঙ্গলবার (০১ আগস্ট) দিনগত রাতে এই ঘটনা ঘটে। এর জন্য খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমের অনুসারীদের দায়ী করেছে আওয়ামী লীগ।

জানা যায়, রাতে বাড়ি ফেরার পথে উত্তর গঞ্জপাড়ায় ৮/১০ জনের একদল দুর্বৃত্ত সুরুজ মিয়াকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

খাগড়াছড়ি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নয়ন ময় ত্রিপুরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা গুরুতর দেখে চট্টগ্রামে পাঠানো হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কেউ অভিযোগ করেনি।  

বাংলাদেশ সময়: ০৫৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।