মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় ১২ আগস্ট শোক র্যালি উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এসব কথা বলেন শামীম ওসমান। এ সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি আগেও বলেছি নারায়াণগঞ্জে জঙ্গি রয়েছে, তারা নারায়ণগঞ্জকে টার্গেট করেছে কারণ এখান থেকে ঢাকায় হামলা করবে বলে। বিএনপি কোন ফ্যাক্টর না, তবে নারায়ণগঞ্জ থেকে এখনো কয়েকজন ব্যবসায়ী জামাতকে অর্থায়ন করে। সেই টাকায় জামাতের কার্যক্রমও চলে।
শামীম ওসমান বলেন, যদি খালেদা জিয়া ক্ষমতায় আসে তাহলে সেই রাতেই দেশে ৩০ থেকে ৪০ হাজার হত্যা হবে, হত্যার তালিকাও তারা প্রস্তুত করে রেখেছে। দেশে জঙ্গিদের হত্যা, যুদ্ধাপরাধী জামাতের নেতাদের ফাঁসি এসব কিছু তারা ভুলবে না। শিবির উপমহাদেশের সবচেয়ে প্রশিক্ষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন। তারা শেষ হয়ে গেছে ভাবলে ভুল হবে। তারা চুপ রয়েছে।
তিনি বলেন, শোক দিবসের পর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগের কমিটি গঠনের কাজ শুরু হবে। যুবলীগের কমিটির কাজ আপাতত স্থগিত থাকবে সেটা পরে করবো। বন্দরের কমিটিগুলো করা শুরু হবে, খোঁজ খবর নিয়ে প্রকৃত ছাত্রদের দিয়ে কমিটি করতে হবে। এখানে খেয়াল রাখতে হবে বিএনপি পরিবারের সন্তান, চাঁদাবাজরা যেন স্থান না পায়। বন্দরে স্বেচ্ছাসেবক লীগের কমিটির পর হবে সিদ্ধিরগঞ্জের কমিটিগুলো।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
আরআই