শিল্পমন্ত্রী বলেন, খালেদা জিয়া এমন কোনো বক্তব্য দেননি, এমন কোনো প্রচেষ্টা চালাননি যা রোহিঙ্গাদের পক্ষে যায়। তিনি যদি লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে, রোহিঙ্গাদের পক্ষে কোনো বক্তব্য দিতেন, প্রচেষ্টা চালাতেন তাহলে বিএনপি নেতাদের মুখে রোহিঙ্গা প্রসঙ্গ নিয়ে সমালোচনা শোভা পেতো।
রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্ধুরে দেশবন্ধু গ্রুপের নতুন অঙ্গ প্রতিষ্ঠান ‘দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড’ এর বাণিজ্যিক উৎপাদনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রায় ১৫০ কোটি টাকা বিনিয়োগে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ১০টি পণ্যের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কারখানাটিতে অত্যাধুনিক প্রযুক্তিতে প্রতি ঘণ্টায় ৭৪ হাজার পিস কোমল পানীয় উৎপাদন করা হবে এবং চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন এবং রফতানির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, সাবেক সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আশরাফ খান দিলীপ, দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা, ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এনটি