ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে জাতীয় ঐক্য 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
বিএনপি-জামায়াতকে বাদ দিয়ে জাতীয় ঐক্য 

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য হতে পারে, তবে  বিএনপি-জাময়াতকে নিয়ে কোনো জাতীয় ঐক্য হতে পারে না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন মিলনায়তনে জাসদের দুই দিনব্যাপী জাতীয় কমিটির সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা জঙ্গিবাদ নির্মূলের আন্দোলনে আছি।

জঙ্গিবাদ নির্মূলে সরকার কাজ করে যাচ্ছে। অন্যদিকে জামায়াতকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া ও বিএনপি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, নানা চক্রান্ত করছে। রাজাকারের পৃষ্টপোষক জামায়াত, জামায়াতের পৃষ্টপোষক বিএনপি। আমরা জাসদের পক্ষ থেকে বলেছিলাম দেশের রাজনীতিকে কলুষমুক্ত করতে হলে জামায়াত ও জামায়াত সমর্থিত এবং পৃষ্টপোষকদের চিরতরে রাজনীতি ও নির্বাচন থেকে দুরে রাখতে হবে।
  
ইনু বলেন, এই মুহূর্তে রোহিঙ্গা ইস্যু আমাদের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন এবং গণহত্যার কারণে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করেছে। একটা মানবিক সংকট তৈরি হয়েছে এবং মানবিক কারণে তাদের আমরা আশ্রয় দিয়েছি। মিয়ানমারের আভ্যন্তরীণ সমস্যা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ, মিয়ানমার এবং বাংলাদেশ ত্রিপক্ষীয় উদ্যোগ ও আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে।  

জাসদ সভাপতি বলেন,  দেশের আভ্যন্তরীণ রাজনীতিকে বিএনপি রোহিঙ্গাকরণ করার চেষ্টা করছে। অং সান সুচি মিয়ানমারে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করেছে। খালেদা জিয়া বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার চক্রান্ত করছে। এই রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু যারা জঙ্গিবাদ, রাজাকার, সাম্প্রদায়িকতাকে পৃষ্ঠপোষকতা দেয় সেই বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো জাতীয় ঐক্য হতে পারে না। বিএনপি জামায়াতকে বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭ 
এসকে/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।