বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এসময় প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে রাজনীতি হচ্ছে অভিযোগ এনে আইনমন্ত্রী বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের।
প্রধান বিচারপতির অসুস্থতা নিয়ে বিএনপির প্রশ্ন ও বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে আনিসুল হক বলেন, ‘অসুস্থতা মানুষের ব্যক্তিগত বিষয়। উনি অসুস্থ হয়েছেন এটা নিয়ে রাজনীতির কিছু নেই। ’
প্রধান বিচারপতি দ্রুত সুস্থ হবেন আশা প্রকাশ করে তিনি বলেন, ‘আসুন আমরা সকলে মিলে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সুস্থতার জন্য দোয়া করি। এটাই আমাদের করা উচিত, এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। ’
‘আমি বিএনপি নেতা-কর্মীদেরও বলবো আসুন দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে যান। ’
ব্রিফিংয়ে রাষ্ট্রপতিকে দেওয়া প্রধান বিচারপতির চিঠি পড়ে শোনান আইনমন্ত্রী। তিনি বলেন, চিঠিতে ইতোপূর্বে ক্যান্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়াসহ শারীরিক জটিলতা এবং বিশ্রামের একান্ত প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন প্রধান বিচারপতি।
তার অসুস্থতা নিয়ে বিএনপির বক্তব্যের প্রসঙ্গ টেনে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, 'উনি কিন্তু বলেছেন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সবাই জানেন, আমিও জানি ক্যান্সার থেকে সুস্থ হতে অনেক দিন সময় লাগে। উনিও বলেছেন ক্যান্সার হতে উনার নানাবিদ জটিলতা দেখা দিয়েছে।
বিএনপির বিভিন্ন বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্ন প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘এখন তো দেখছি উনি অসুস্থ হয়ে আমাকে বিপদে ফেলেছেন। ’
প্রধান বিচারপতি অসুস্থ হয়ে বাসায় আছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি তার বাসস্থানে অসুস্থ আছেন। আমি এটাও জানি গতকাল ডাক্তার ওনাকে দেখে এসেছেন। আজও ডাক্তারের যাওয়ার কথা রয়েছে। অবস্থা বিবেচনা করে দ্রুতই প্রধান বিচারপতিকে দেখতে যাবেন বলে জানান মন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৭
এমইউএম/ওএইচ/