ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

‘সরকারের মধ্যে সাংঘাতিক ভয়-ভীতি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৭, অক্টোবর ১৮, ২০১৭
‘সরকারের মধ্যে সাংঘাতিক ভয়-ভীতি’ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: শোয়েব মিথুন

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরার সিদ্ধান্তের পর থেকেই সরকারের মধ্যে সাংঘাতিক ভয়-ভীতি কাজ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতোগুলো মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়েও খালেদার ফেরায় বিএনপির মধ্যে কোনো আশঙ্কা কাজ করছে না বলেও দাবি তার।

বুধবার (১৮ অক্টোবর) ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে’ বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভায় এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চিকিৎসা শেষ না হলেও খালেদা জিয়া যখন দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন, তখন থেকেই সরকারের মধ্যে নার্ভাস্‌নেস, সাংঘাতিক আশঙ্কা ও ভয়-ভীতি কাজ করছে।

সরকার জানে, সব বাঁধা অতিক্রম করে বিমানবন্দরে জনসমুদ্র হবে। এ কারণে গত দু’দিন ধরে সারা দেশে গণগ্রেফতার চালাচ্ছে’।

আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে ও সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমত উল্লাহ ও শাহ মো. নেছারুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এমএসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।