ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিনে কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিনে কর্মসূচি জন্মদিনে কর্মসূচি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আনন্দ র‌্যালি, কেক কাটা ও দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গণে এ সব কর্মসূচি পালিত হয়।

এতে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামান রিপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রকির, সাধারণ সম্পাদক মহসিন কবির সাগর, সদর থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বয়ক আব্দুর রাজ্জাক জিহাদ ও কনককারী প্রমুখ।

শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর এ শিশুপুত্র শেখ রাসেল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিচাশরা নিষ্ঠুরভাবে তাকেও  হত্যা করেছিল।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।