ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যুবকরাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, নভেম্বর ১১, ২০১৭
যুবকরাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যুবকরাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে

নওগাঁ: বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক বলেছেন, যুবকরাই পারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে। তাই দেশকে শতভাগ সমৃদ্ধশালী করতে যুবকদের ভূমিকা অব্যাহত রাখতে হবে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে নওগাঁর মান্দা উপজেলায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশে আজকের যে উন্নয়ন, অগ্রযাত্রা তা কেবল যুবকদের আত্মিক প্রচেষ্টার কারণেই সম্ভব হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট নাহিদ মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লা ও সাধারণ সম্পাদ সরদার জসিম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।