ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তাগাছায় যুবলীগের র‌্যালিতে ককটেল বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
মুক্তাগাছায় যুবলীগের র‌্যালিতে ককটেল বিস্ফোরণ

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার তারাটি বাজার এলাকা থেকে উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মনির নেতৃত্বে পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এ সময় কে বা কারা র‌্যালিতে তারাটি বাজার এলাকায় একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এ সময় উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের গ্রুপের নেতা-কর্মীরা বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভাঙচুর করে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা প্রায় আধা ঘণ্টা ময়মনসিংহ-মুক্তাগাছা সড়ক অবরোধ করে রাখে।  

এ ব্যাপারে জানতে চাইলে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বাংলানিউজকে বলেন, কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেনি। তবে দু’পক্ষের মাঝে উত্তেজনা তৈরি হয়েছিল। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।