ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
পাবনায় যুবলীগ কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবলীগ কর্মী

পাবনা: জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে ওয়ার্ড যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (নভেম্বর ১১) রাত ৯টার দিকে পাবনা সদরের হেমায়েতপুরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা যুবলীগ কর্মী আহমেদ আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহমেদ আলী হেমায়েতপুর গ্রামের মৃত পায়ের উদ্দিনের ছেলে ও হেমায়েতপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সদস্য।

 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শনিবার রাত ৯ টার দিকে হেমায়েতপুর ইউনিয়নের টাঙ্কিপাড়া এলাকায় অবস্থিত আহমেদ আলীর বাড়িতে হামলা চালায় ওই এলাকার মৃত খলিল খাঁ’র পরিবারের লোকজন। তারা এ সময় আহমেদ আলীকে কুপিয়ে আহত করে। আহমেদের স্ত্রী চায়না খাতুন বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়।

এ সময় পরিবারের লোকজনের আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহমেদের স্ত্রী চায়না খাতুন বলেন, এই সন্ত্রাসীরা এর আগেও আমার স্বামীকে হত্যার চেষ্টা চালিয়েছিল। শনিবার বিকেলে পাশের একটি জলাশয়ে মাছ ধরা নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয়। পরে তারা দলবল নিয়ে রাতে বাড়িতে হামলা চালায়। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পাবনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহিবুল ইসলাম বলেন, আহমেদ আলীর মাথায় লোহার রড ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রযেছে। তার মাথায় ও মুখে ১২টি সেলাই দেয়া হয়েছে। ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত  রোগীর অবস্থা  ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পাবনা সদর থানার ওসি আব্দুর রাজ্জাক। বর্তমানে ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন ওসি আব্দুল রাজ্জাক।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।