ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রধান বিচারপতি নিজের ইচ্ছাতেই পদত্যাগ করেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
প্রধান বিচারপতি নিজের ইচ্ছাতেই পদত্যাগ করেছেন ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

মাদারীপুর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধান বিচারপতি সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই পদত্যাগ করেছেন। এখানে সরকারের কোনো চাপ ছিল না। তিনি প্রথমে ছুটি নিয়েছেন এবং নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন।

রোববার (১২ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলার শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব টেকনোলজি’র ভিত্তি প্রস্তর ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ‘বিএনপি মিথ্যাচারে অভ্যস্ত।

এটা তাদের সংস্কৃতি। আর এজন্যই বিচারপতির পদত্যাগ নিয়ে তারা মিথ্যাচার করছে। ’  

বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে এবং আওয়ামী লীগের বিজয় হবে জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনের মাঠে এসে নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করুক।

এসময় উপস্থিত ছিলেন-ফেনী-১ আসনের সংসদ সদস্য, ১৪ দল (জাসদ) এর সমন্বয়ক শিরীন আক্তার, মাদারীপুর ১ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা পরিষদের প্রশাসক মো. মিয়াজ উদ্দিন খান, জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে দুপুর ১২টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম উপজেলার দত্তপাড়ায় চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর ফলক এবং ঢাকা-খুলনা মহাসড়কের পাঁচ্চরে ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ১২ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।