ঢাকা, সোমবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

রংপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৮, নভেম্বর ১৭, ২০১৭
রংপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ 

রংপুর: জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ছাত্রদল। 

শুক্রবার (১৭ নভেম্বর)  বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা।  

মিছিলটি মূল সড়কের দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে।

তখন কার্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান হিজবুল, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মুসা, যুগ্ম সম্পাদক মুন্তাসির মুন্না, সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত জীবন প্রমুখ।

বক্তারা অবিলম্বে গ্রেফতার আকরামুল হাসানের মুক্তির দাবি জানান।

এ সময় রংপুর জেলা ছাত্রদলের নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রোগ্রাম শেষে ফেরার পথে রাজধানীর পল্টন মোড় থেকে আকরামুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মাহনগর গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ