ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা/ফাইল ছবি

ঢাকা: সবশেষ রাজনৈতিক অবস্থা বিশ্লেষণ এবং সংগঠনের কার্যক্রম জানতে দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।



তিনি জানান, ২৬ জন ভাইস চেয়ারম্যানের উপস্থিতিতে এ বৈঠক শুরু হয়েছে। খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সাংগঠনিক বৈঠকে বসেছেন।

বৈঠকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মাহমুদুল হাসান, খন্দকার মাহবুব হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আবদুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আবদুল মান্নান, রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নাল আবেদীন, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদসহ ২৬ জন ভাইস চেয়ারম্যান উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

১৫ নভেম্বর (বুধবার) রাতে ২০দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খালেদা জিয়া।

এর আগে ১২ নভেম্বর (রোববার) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছেন খালেদা জিয়া। খুব শিগগিরই দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
এএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।