ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জিয়াকে নাজেহাল করতেই গ্রেফতারি পরোয়ানা’ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৭
‘খালেদা জিয়াকে নাজেহাল করতেই গ্রেফতারি পরোয়ানা’  মানববন্ধন-ছবি-বাংলানিউজ

ঢাকা: খালেদা জিয়াকে নাজেহাল করতেই বার বার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, খালেদা জিয়া আগামীতে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন।

তাকে নাজেহাল করার জন্য মিথ্যা মামলায় জর্জরিত করা হচ্ছে। তার নামে যে মামলা দেওয়া হয়েছে তা যুক্তিসঙ্গত নয়।  
  
সরকারের উদ্দেশে দুদু বলেন, আপনাদের মিথ্যা মামলার দিন অচিরেই শেষ হয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। মিথ্যা মামলা দিয়ে ক্ষমতায় থাকায় একদিন আপনাদেরও বিচারের মুখোমুখি হতে হবে।

নির্বাচনের কথা শুনলেই সরকার নার্ভাস হয়ে যায় মন্তব্য করে তিনি বলেন, বিএনপি নির্বাচন করবে এ কথা শুনলে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর সেই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অথবা সহায়ক সরকার পরিচালনা করবে এমন কথা শুনলে সরকারি দলের নেতাকর্মীদের ঘুমই হারাম হয়ে যাবে।

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, জিয়া নাগরিক ফোরামের সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৭
এএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।