ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৫, ডিসেম্বর ৩, ২০১৭
বিএনপি অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি বক্তব্য রাখছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ

কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, যারা ইতিহাস বিকৃত করে, ইতিহাস নিয়ে মিথ্যাচার করে তাদের কথাই যদি সত্য কথা হয়। তাহলে বলতে বাধ্য হচ্ছি বিএনপি এখনও অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি।

রোববার (০৩ ডিসেম্বর) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে ‘তারেক রহমান সত্য কথা বলে, তাই তার বক্তব্যকে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে তারা ভবিষ্যতে আলোর মুখ দেখবে না।

এ সময় উপস্থিত ছিলেন-কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, সিভিল সার্জন ডা. রওশন আরা, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাচানুজ্জামান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলার স্বাস্থ্য কমিটির কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।