ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোনো দুর্নীতিবাজই রেহাই পাবে না: ইনু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
কোনো দুর্নীতিবাজই রেহাই পাবে না: ইনু

নীলফামারী: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, কোনো দুর্নীতিবাজই রেহাই পাবে না। খালেদা জিয়ার সাজা নতুন যুগের সূচনা করেছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার জিরো পয়েন্টে উপজেলা জাসদের সভাপতি গোলাম পাশা এলিচের সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জঙ্গি ও দুর্নীতি অভিশাপের বিরুদ্ধে শেখ হাসিনা লড়াই করছেন, দুই অভিশাপ থেকে দেশকে উদ্ধারের চেষ্টা করছেন।

বিএনপি-জামায়াত জোট দেশের ওপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে। ওরা পিছু হটে গেলেও এখনও আত্মসমর্পণ করেনি। আমরা যুদ্ধের চশমা দিয়ে নির্বাচন দেখছি।

অপরাধী ছাড়া সবার জন্য নির্বাচনের দরজা উন্মুক্ত উল্লেখ করেন তিনি বলেন, জঙ্গিবাদ, যুদ্ধাপরাধ, আগুন সন্ত্রাস নেত্রীর বিষয়ে কোনো ছাড় নেই।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা, দিনাজপুর জেলা সভাপতি লিয়াকত আলী, নীলফামারী জেলা সভাপতি আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাবির আখতার প্রামাণিক, কেন্দ্রীয় নেতা খাদেমুল ইসলাম প্রমখ।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।