বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সফর আলী উচ্চ বিদ্যালয় কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, স্বাধীনতা পরবর্তীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছিলো তারাই স্বাধীনতার চেতনার বিরুদ্ধে এ রাষ্ট্রকে পরিচালিত করেছিলো।
তিনি আরো বলেন, যারা ২১ বছর রাষ্ট্রক্ষমতায় ছিলো তাদের দুঃশাসন, দুর্নীতি বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছিলো। ২০০১ সাল থেকে জঙ্গিবাদ ও মৌলবাদ সৃষ্টি করে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশকে ভিন্ন ধারায় নিয়ে যেতে চেয়েছিলো। তাদের লক্ষ্য ছিলো দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা। তবে জনগণের মেন্ডেট নিয়ে ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে উচ্চ অবস্থানে নিয়ে গেছেন। বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ জেলা আওয়ামী লীগ, আড়াইহাজার আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৮
জেডএস