ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মন্ত্রিত্বে থাকার অধিকার নেই মতিয়ার: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
মন্ত্রিত্বে থাকার অধিকার নেই মতিয়ার: কাদের সিদ্দিকী বক্তব্য রাখছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী

টাঙ্গাইল: বঙ্গবীর কাদের সিদ্দিকী দাবি করেছেন মন্ত্রিত্বে থাকার কোনো অধিকার নেই ক‍ৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর। চলতি মাসের মধ্যে মন্ত্রিত্ব থেকে তাকে অপসারণ করতে হবে।

শুক্রবার (১৩ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন তিনি।

কাদের সিদ্দিকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, কোটা বাতিল করার ক্ষমতা আপনার নাই।

এসময় কোটা প্রসঙ্গে সংসদে দেওয়া মতিয়া চৌধুরীর বক্তব্যের তীব্র সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, যিনি আমাদের সন্তানদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছেন তার মন্ত্রীত্বে থাকার কোনো অধিকার নেই। চলতি মাসের মধ্যে মন্ত্রিত্ব থেকে তাকে অপসারণ করতে হবে।

তিনি আরো বলেন, আমরা মন্ত্রিত্ব চাই না, দেশের সাধারণ মানুষের অধিকার চাই। ঘুষ দুর্নীতি বন্ধ করতে চাই। আজকে পুলিশের চাকরিতে ১৫ লাখ ঘুষ দিতে হয়। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে ঘুষ দিতে হয় ১০ লাখ। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার পর সেই পুলিশ-শিক্ষক দুর্নীতির মহোৎসবে মেতে উঠে।

কৃষক শ্রমিক জনতা লীগের নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. বাবুল দেওয়ানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতিক, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম, জেলা শাখার সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবুল হোসেন মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, উপজেলা কমিটির সাধরণ সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।