ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক ছিল: এরশাদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক ছিল: এরশাদ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন যৌক্তিক ছিল উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা উপলব্ধি করতে পেরে কোটা পদ্ধতি একেবারে বাতিল করেছেন।

তবে কোটা পদ্ধতি একেবারে বাতিল করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (১৪ এপ্রিল) সকালে নীলফামারীর সৈয়দপুরে জাপার কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, বিএনপির অবস্থা ছিন্ন-ভিন্ন। নির্বাচনে আসতে পারবে কি না জানি না।

তিনি বলেন, সরকারের যে অবস্থা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে, তাতে জাপার ক্ষমতায় আসার সুযোগ সৃষ্টি হয়েছে। নির্বাচন যদি সুষ্ঠু হয়, জাপা ক্ষমতায় আসবে।

এসময় জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।