তিনি বলেন, দুর্নীতিবাজ সরকার হটাতে একমাত্র জাতীয় পার্টিই লড়াই করে যাচ্ছে। শুধু আমার দলই মানুষের পরিবর্তন চায়, সমাজের মানুষের মুক্তি চায়।
সোমবার (১৬ এপ্রিল) দুপুরে নীলফামারীর জলঢাকার ডাকবাংলো মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপজেলা জাতীয় পার্টির আয়োজনে শাহ আব্দুল কাদের বুলু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় আরো বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা, বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী এমপি, গাইবান্ধা-১ আসনের এমপি শামীম হায়দার পাটোয়ারী, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য মেজর খালেদ আক্তার (অব.), নীলফামারীর সাবেক এমপি জাফর ইকবাল সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য সাইদার রহমান বুলু প্রমুখ।
এরশাদ আরো বলেন, গত দুই মাসে ২৮৭ জন নারী ধর্ষিত হয়েছেন। নারী হয়ে জন্মগ্রহণ করা এখন অভিশাপ। আমার মায়ের জাতেরা বিচার পান না। কেস হয়, মামলা হয় কিন্তু শাস্তি হয় না। আর চাকরি ক্ষেত্রে চাকরি পায় আওয়ামী লীগ। সাধারণ মানুষের ছেলে-মেয়েরা চাকরি পায় না। খালি কোটা, আর কোটা! এসব দমনে লাঙ্গলের পক্ষে সারাদেশে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে।
সব উন্নয়ন হয় ঢাকায়। রাস্তা করেছি আমি; সেখানে রাস্তার ওপরে ফ্লাইওভার তৈরি করা হয়েছে। আর ফ্লাইওভার দিয়ে রিকশা চলতে পারে না। ঢাকায় জ্যাম আর জ্যাম, উন্নয়ন প্রসঙ্গে বলেন এরশাদ।
এরশাদ আরো বলেন, আল্লাহর বিচার আছে এবং তা হবে। আমার বয়স হয়েছে; এ বয়সে কেউ চলতে পারে না। কিন্তু আমি চলতে পারি। গরিবের দল জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার জন্য আল্লাহ যেনো আমাকে বাঁচিয়ে রাখেন।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
এসআই