ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

“নিরপেক্ষ নির্বাচন হলে ২৭৫ আসনে জয়ী হবে বিএনপি”

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
“নিরপেক্ষ নির্বাচন হলে ২৭৫ আসনে জয়ী হবে বিএনপি” ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ হলে ২৭৫ আসনে বিএনপি জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

বুধবার (১৮ এপ্রিল) বিকেলে মাগুরা শহরের ফাতেমা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

এসময় তিনি বলেন, সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ভয় পায়।

তাই নানা ষড়যন্ত্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে নিরাপদ হতে চাইছে।

তিনি এসময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জন্য নেতাকর্মীদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সমাবেশে বিএনপির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়া পরিষদের চেয়ারম্যান কবির মুরাদ, কেন্দ্রীয় নেতা মুস্তাফিজুর রহমান, সাবেক এমপি নেওয়াজ হালিমা আরলি, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আলী করিমসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।