বৃহস্পতিবার (১৯ এপ্রিল) দুপুরে বারাদী বীজ খামারের হলরুমে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
খালেদার নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মেহেরপুর জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের হাতে অতীতে কোনোদিন গণতন্ত্র রক্ষা করা হয়নি।
তিনি বলেন, মাত্র দুই কোটি টাকার একটি কাল্পনিক মামলা দিয়ে খালেদাকে জেল দিয়ে একশ’ বছর আগের একটি পরিত্যক্ত ভবনে বন্দি করে রাখা হয়েছে।
ফারুক বলেন, বিএনপির নেতাকর্মীরা আজ রিকশা চালায়, ফুল বিক্রি করে। ১০ বছর ধরে নেতাকর্মীরা নিজের মা, সন্তান, স্ত্রীসহ প্রিয়জনদের সঙ্গে দেখা করতে পারে না। এতো অত্যাচার, অবিচার নেতাকর্মীদের ওপর চালাচ্ছে। এটা কি গণতান্ত্রিক দেশ, এটা কি শাসন ব্যবস্থা।
জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সহ সাংগাঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ড, অনিন্দ ইসলাম অমিত ও সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান।
এসময় অন্যদের বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ সভাপতি আব্দুর রহমান, আনছারুল হক, আলমগীর খান সাতু, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান গাড্ডু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবদলের সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরবি/