ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কেসিসি নির্বাচনে নৌকার বিরুদ্ধে গেলে দল থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
কেসিসি নির্বাচনে নৌকার বিরুদ্ধে গেলে দল থেকে বহিষ্কার বক্তব্য রাখছেন শেখ হেলাল উদ্দিন-ছবি: বাংলানিউজ

বাগেরহাট: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে সরাসরি বা আকার ইঙ্গিতেও যদি দলের কোনো নেতাকর্মী নৌকার বিরুদ্ধাচারণ করে তাহলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

১৫ মে কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করার লক্ষ্যে রোববার (২২ এপ্রিল) দুপুরে বাগেরহাট পৌরসভা অডিটোরিয়‍ামে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “খুলনা ও গাজীপুর সিটি করপোরেশনে আওয়ামী লীগ বিজয়ী হলে ওইদিনই বিএনপির কবর রচিত হবে।

তাই নৌকাকে বিজয়ী করতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। ”

এসময় তিনি তালুকদার আব্দুল খালেককে বিজয়ী করতে দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বাগেরহাট দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- কেসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক, এস.এম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজামান বাচ্চু, জেলা আওয়ামী লীগ নেতা আহাদ উদ্দিন হায়দার, এ বাকী তালুকদারসহ দলীয় নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় জেলার নয় উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।