ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদাকে জেলে রেখে নেতারা ঘুমাচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
খালেদাকে জেলে রেখে নেতারা ঘুমাচ্ছেন: স্বাস্থ্যমন্ত্রী বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ছবি: বাংলানিউজ

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলে তার দলের নেতা-কর্মীরা ঘুমাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রোববার (২২ এপ্রিল) দুপুরে বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমরা জেলে পাঠাইনি।

আইন ও আদালতের মাধ্যমে তিনি জেলে গেছেন। এক্ষেত্রে সরকারের কোনো হাত নেই। তাকে মুক্তির জন্য হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নেই। আইন আদালতের মাধ্যমে তাকে মুক্ত হতে হবে।

বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি রাজপথে কোনো আন্দোলন করতে পারবে না। কারণ বিএনপির রাজপথে আন্দোলন করার কোনো সক্ষমতা নেই। তাদের আন্দোলন শুধু দলীয় অফিসে। তাই নেত্রী জেলে আর দলের নেতারা ঘুমাচ্ছেন।

বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসার আহ্বান জানিয়ে নাসিম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সেই নির্বাচন হবে। নির্বাচন করবে নির্বাচন কমিশন।

তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা বাদ দেওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকার হবে। সরকারের পরিসর হবে ছোট। তবে সবকিছু চলবে নির্বাচন কমিশনের অধীনে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার যখনই ক্ষমতায় আসে তখন দেশে উন্নয়ন হয়। মানুষ শান্তিতে থাকতে পারেন। কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়। সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না।

বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বগুড়া জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বিএমএর সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু, জেলা সিভিল সার্জন ডা. শামছুল হক, শেরপুর পৌরসভার মেয়র আব্দুর সাত্তার।

শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন সরকার মুকুল, খলিলুর রহমান, আব্দুল হাই খোকন, মকবুল হোসেন, যুবলীগ নেতা তারিকুল ইসলাম তারেক, মোস্তাফিজার রহমান ভুট্টু প্রমুখ।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী শেরপুর পৌরশহরের অদূরে দুবলাগাড়ী এলাকায় প্রায় ১৪ কোটি ব্যয়ে নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টারের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।