সোমবার (২৩ এপ্রিল) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রোববার (২২ এপ্রিল) মধ্যরাতে ওই ডিপো ব্যবস্থাক মো. মাহবুবর রহমান বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মামলাটি দায়ের করেন।
রোববার দুপুরে সাবেক ছাত্রদল নেতা ইয়াসিন ভূঁইয়া কৌশলে শিল্পমন্ত্রীর নাম ব্যবহার করে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ব্যবস্থাপকের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
তবে এসআই বশির উদ্দিন দাবি করেছেন তিনি ব্যবস্থাপকের কক্ষে বসে থাকলেও চাঁদা দাবির বিষয়ে কোনো কিছুই জানেন না। রোববারের ওই ঘটনার ওই এসআইকে দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ডিপো ব্যবস্থাপক (অপারেশন) মো. মাহবুবর রহমান বাংলানিজকে জানান, চাঁদা দাবি মামলার এজাহারে এসআই বশিরের নাম উল্লেখ করা না হলেও পুলিশ সুপারের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এমএস/জিপি