ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির মিছিল থেকে ২৫ নেতাকর্মীকে আটকের অভিযোগ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
বিএনপির মিছিল থেকে ২৫ নেতাকর্মীকে আটকের অভিযোগ  নেতাকর্মীদের আটক করে নিয়ে যাচ্চে পুলিশ

ঢাকা: রাজধানীর পুরানা পল্টনে মিছিল করার সময় বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২৫ নেতাকর্মীকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল শুরুর পরপরই পুলিশ মিছিলকারীদের ধাওয়া দেয়। এসময় মিছিল থেকে মহানগর পূর্ব ছাত্রদল সভাপতি খন্দকার এনামুল হক এনামসহ ২৫ জনকে আটক করা হয়।



স্বেচ্ছাসেবক দলের সাবেক দফতর সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু দাবি করেন, মিছিল শুরুর সঙ্গে সঙ্গে পুলিশ হামলা চালায়। এসময় অর্ধশতাধিক নেতাকর্মী আটক হন।

আটকদের নাম জানতে চাইলে বাচ্চু বলেন, স্বেচ্ছাসেবক দলের খিলগাঁও থানার নেতা মামুন, কদমতলী থানার টিপু, ছাত্রদল মহানগর দক্ষিণের চকবাজার থানার তুহিন, জনি, রাহাত, আবির, লালবাগের রুবেল, যাত্রাবাড়ী থানার আয়াত, রিজভী, রিফাত, তেজগাঁও থানা ছাত্রদল নেতা তরুন, মহানগর উত্তরের জুয়েলকে আটক করে।  

আটক অন্যদের নাম এখনো পাওয়া যায়নি বলে তিনি জানান।

এছাড়া শাহবাগ থানা বিএনপি নেতা পিন্টু ফরাজী ও আব্দুলকেও পুলিশ আটক করেছে বলে জানান বাচ্চু।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে রোববার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ৮ দিনের কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির প্রথম দিন রোববার দুপুরে মহানগর উত্তর বিএনপি বাড্ডার হোসেন মার্কেট এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে। ওই কর্মসূচিতে নেতৃত্বে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলীয় নেতারা।

সোমবার মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচিতে বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির পল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা হাবিবুর রশীদ হাবিব, আক্তারুজ্জামান বাচ্চু, মামুনুর রশীদ, সোহানুর রহমান সোহান, জয়দেব জয়, আসাদুজ্জামান আসাদ, আব্দুল গাফ্ফার, নাহিদুল ইসলাম প্রমুখের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ ধাওয়া দেয়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।