ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগের মেয়র প্রার্থী খালেকের নির্বাচনী প্রচারণা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আ’লীগের মেয়র প্রার্থী খালেকের নির্বাচনী প্রচারণা শুরু নির্বাচনী প্রচারণায় আ’লীগের মেয়র প্রার্থী খালেক/ ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনের প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে নৌকার জয় বাংলার জয় এ স্লোগানকে সামনে রেখে মেয়র প্রার্থী খালেকের নির্বাচনী ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।

খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়েবসাইট উদ্বোধনের আয়োজন করা হয়।

এর আগে, সকাল সাড়ে ৯টায় নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতীক বরাদ্দ নেন মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। প্রতীক পাওয়ার পর তিনি মহানগরীর পিকচার প্যালেস মোড় থেকে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ ও নগরবাসীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

পরে মহানগরীর দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

এদিকে, রোববার (২২ এপ্রিল) বাগেরহাটের হয়রত খাজা খানজাহান আলী (রহ:) এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তার নির্বাচনী কাজ শুরু করেন।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।