ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে পরিণতি হবে ভয়াবহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
জনতার ধৈর্যের বাধ ভেঙে গেলে পরিণতি হবে ভয়াবহ মানববন্ধনে বিএনপির নেতাকর্মীরা/ ছবি: বাংলানিউজ

সিলেট: সরকারকে ভুলে গেলে চলবে না, জনতার ধৈর্যের বাধ ভেঙ্গে গেলে পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন সিলেট বিএনপির নেতারা।
 

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ষড়যন্ত্রমূলক মামলার রায়ে কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।  

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কারাগারে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

সরকার তাকে প্রয়োজনীয় চিকিৎসা থেকেও বিরত রেখেছে। এটি বাকশালী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তারা।  

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, সহ-সভাপতি সিসিক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, শাহজামাল নুরুল হুদা, একেএম তারেক কালাম, আমির হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, আজমল বখত্ চৌধুরী সাদেক, হুমায়ুন আহমদ মাসুক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী ও মো. ময়নুল হক প্রমুখ।

সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।