ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, এপ্রিল ২৬, ২০১৮
খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ-মিছিল ছাত্রদলের মিছিল। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: খালেদা জিয়ার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে  রাজধানীতে বিক্ষোভ-মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া এ বিক্ষোভ মিছিলে উত্তর ও দক্ষিণ মহানগর ছাত্রদল  এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা অংশ নেন।  প্রায় দুই শতাধিক নেতাকর্মী  রাজধানীর হাতিরপুলের মোতালিব প্লাজার সামনে থেকে মিছিল বের করেন।

মিছিলটি  শাহবাগ পর্যন্ত  এগিয়ে যায়।  

মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত  সভাপতি মামুন অর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আকরামুল হাসান  মিন্টু,  সিনিয়র সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, নাসিমা আক্তার কেয়া, সাংগঠনিক সম্পাদক  নাদিয়া পাঠান পাপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
ডিএইচবি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।