ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

‘রাজনীতি করতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, এপ্রিল ২৭, ২০১৮
‘রাজনীতি করতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কে এম শাহজাহান কামাল ও অন্যরা

লক্ষ্মীপুর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, লন্ডন থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়, কিন্তু দেশের কল্যাণে রাজনীতি করা যায় না। রাজনীতি করতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে।

শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা মান্দারীতে অভ্যন্তরীণ সড়কের কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।  

এসময় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান বিদেশে বসে বিভিন্ন ধরনের অপ-রাজনীতি ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 
 
এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহজাহান আলী, মন্দারী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সামচ্ছুদ্দিন সাজু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না ও সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এসআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।