ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

রাজনীতি

নীলফামারীতে মে দিবসের র‌্যালিতে সংস্কৃতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৫, মে ১, ২০১৮
নীলফামারীতে মে দিবসের র‌্যালিতে সংস্কৃতিমন্ত্রী নীলফামারীতে মে দিবসের র‌্যালিতে সংস্কৃতিমন্ত্রী

নীলফামারী: নীলফামারীতে মে দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। 

মঙ্গলবার (১ মে) সকালে জাতীয় শ্রমিক লীগ, নীলফামারী জেলা শাখার ব্যানারে সংগঠনের কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

র‌্যালিতে সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশীদ মঞ্জুসহ অনেকে অংশ নেন।

এছাড়া নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়ন, রিকশা মজদুর ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা র‌্যালি বের করে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ০১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।