মঙ্গলবার (১ মে) রাত ১০টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলীয় নেতারা জিয়ার সমাধিতে যান। সেখানে তারা ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জিয়ার কবর থেকে মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে দোয়া মোনাজাত করেছেন দলীয় নেতারা।
সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে তারা বনানীতে জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরস্থানে যান। সেখানেও ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করেন। তারা কোকোর আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেকসহ কয়েকজন মুসল্লি।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ০১, ২০১৮
এমএইচ/আরআর