ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ২, ২০১৮
কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি সড়ক দুর্ঘটনায় নিহত কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক। ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (২ মে) বিকেলে উখিয়ার রাজাপালং মাদ্রাসার সামনে সড়ক দুর্ঘটনায় আহত হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত সিরাজ উখিয়া উপজেলার রাজাপালং ইউপি’র গিলাতলী গ্রামের মৃত সাব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বাড়ি থেকে সিএনজি যোগে কক্সবাজার শহরে আসছিলেন সিরাজ। পথে বিপরীতমুখী ডাম্পারের ধাক্কায় তিনিসহ তিনজন আহত হন।  

আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) যোহরের নামাজের পর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
 
সিরাজুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না।
 
জেলা বিএনপির পক্ষ থেকে একটি শোক বিবৃতিতে বলা হয়, সিরাজুল হক বিএনপির একজন অভিভাবক ও একনিষ্ঠ মানুষ ছিলেন। তার মৃত্যুতে বিএনপি একজন অভিভাবক হারালো।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মে ০২, ২০১৮
টিটি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।