ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ছাত্রফ্রন্ট নেতাদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, মে ৩, ২০১৮
ছাত্রফ্রন্ট নেতাদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংবাদ সম্মেলন

ঢাকা বিশ্ববিদ্যালয়: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমনসহ ১৫ নেতাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোট। একই সঙ্গে তাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান ছাত্র জোটেরর সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্রফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা।  

লিখিত বক্তব্যে তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স প্রদান, পুনর্বাসন না করে উচ্ছেদ করা চলবে না এই দাবিতে বরিশালে ব্যাটারি চালিত অটোরিকশা চালক শ্রমজীবীদের দীর্ঘ ৫ বছর ধরে আন্দোলন চলছিল।

গত ১৯ এপ্রিল বরিশালে ব্যাটারি চালিত অটোরিকশা সংগ্রাম কমিটি আয়োজিত ভুখা মিছিল ও সমাবেশ শেষে বিনা উস্কানিতে তাদের ওপর পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করে। এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, ডা. মনীষা চক্রবর্তী ও ছাত্রনেতা নাসরিন আক্তার মুক্তাসহ ১৫ জনকে গ্রেফতার করে।

বরিশালের এই ঘটনা পুলিশের অগণতান্ত্রিক ফ্যাসিবাদী আচারণের এক বর্বরতম দৃষ্টান্ত।

সংবাদ সম্মেলন থেকে শুক্রবার (৪ মে) ঢাবির টিএসসি থেকে সন্ধ্যা ৬টায় মশাল মিছিল ও ৬ মে ছাত্রজোটের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ এবং সারাদেশের জেলায়, বিশ্ববিদ্যালয়ে ও কলেজে মশাল মিছিলের ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।