বৃহস্পতিবার (৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলার পাদদেশে এ সম্মেলনের উদ্বোধন করেন সাবেক ডাকসু নেতা মোর্শেদ চৌধুরী।
এই সম্মেলনের মাধ্যমে ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
সংগঠনের ঢাবির সংসদের সভাপতি তুহিন কান্তি দাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও গণজাগরণ আন্দোলনের অন্যতম সংগঠক লাকী আক্তার এবং বর্তমান সভাপতি জিএম জিলানী শুভ।
উদ্বোধকের বক্তব্যে মোর্শেদ চৌধুরী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের ছাত্রসমাজ সচেতন হয়েছিলো এবং লড়াই করেছিলো বলে আমরা স্বাধীনতা পেয়েছি। তার মধ্যে শরিক হয়েছিলো সর্বস্তরের মানুষ। এই কথা মনে রেখে ছাত্রসমাজকে দেশের অবস্থা পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে এবং ন্যায়ের ভিত্তিতে শাসন ব্যবস্থা প্রনয়ণে লড়াই করতে হবে।
অনুষ্ঠান শেষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের কলা ভবন সংলগ্ন বটতলা থেকে শুরু হয়ে ব্যবসায় শিক্ষা অনুষদ, কেন্দ্রীয় লাইব্রেরি, শহীদ মিনার হয়ে কার্জন হলে প্রদক্ষিণ করে।
শুক্রবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের মুনির চৌধুরী মিলনায়তনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৮
এসকেবি/জিপি