ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অন্যদিকে ব্যস্ত রেখে পকেট মারছে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, মে ৪, ২০১৮
অন্যদিকে ব্যস্ত রেখে পকেট মারছে সরকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুবসমাবেশ। ছবি: বাংলানিউজ

ঢাকা: পকেটমার যখন পকেট মারে, তখন আরও চার-পাঁচজন সঙ্গে থাকে। সঙ্গীরা নানা কায়দায় টার্গেটের ব্যক্তিকে ব্যস্ত রাখেন। আর এই সুযোগে পকেটমার তার কাজ সেরে নেয়। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশসহ বিভিন্ন সংস্থার মাধ্যমে একই কায়দায় বিএনপিকে ব্যস্ত রাখছে বর্তমান সরকার। এভাবে অন্যদিকে ব্যস্ত রেখে সরকার পকেট মেরে দিচ্ছে।

শুক্রবার (০৪ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, সরকার ক্ষমতা দখলের জন্য সবগুলো সংস্থাকে ব্যবহার করছে।

ইদানীং দুর্নীতি দমন কমিশনও বিভিন্নভাবে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছে।  

‘নির্বাচন আমি চোখে দেখছি না। আমি যেটা দেখছি তা হলো, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের নীল নকশা। কারণ, দুই সিটি করপোরেশন নির্বাচনে বিভাগীয় কমিশনারকে প্রধান করে সমন্বয় কমিটি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট ডাকাতির প্রক্রিয়ায় সামান্য যে অংশটুকু অপূর্ণ ছিল এই কমিটির মাধ্যমে সে অংশটুকুও পূরণ করা হয়েছে’।

বিএনপির এ শীর্ষ নেতা বলেন, নির্বাচন কমিশনের যে আত্মসম্মানবোধ নেই, এই কমিটি তার প্রতিফলন। একটি সাংবিধানিক সংস্থা হিসেবে ‘ফরেন বডি’ থেকে লোকবল এনে নির্বাচন সমন্বয় কমিটির করতে পারে না ইসি। এই কমিটি সংবিধান বিরোধী।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যদি জনগণের ভোটে নির্বাচিত হয়, তবে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু সবই তো নীল নকশা। নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলেই আমার অংশ নিচ্ছি। তবে নির্বাচন তো কিছু দেখছি না।

জাতীয় সংসদ নির্বাচনে আসার জন্য কাউকে ডাকা হবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন কি কারো মেয়ের বিয়ে যে নিমন্ত্রণ করবেন? নির্বাচন ষোল কোটি মানুষের অনুষ্ঠান। আপনারা চাইলেও যোগ দেব, না চাইলেও যোগ দেব।
 
বিএনপি প্রধান খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে বাংলাদেশ ইয়ুথ ফোরামের আয়োজিত যুবসমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মেয়াজ্জেম হোসেন। এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, মে ০৪, ২০১৮
ইইউডি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।