ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার শেষ সুযোগ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মে ৫, ২০১৮
খালেদার শেষ সুযোগ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া ফরিদপুরে শ্রমিক সমাবেশে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন/ছবি: বাংলানিউজ

ফরিদপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, খালেদা জিয়ার জেলে যাওয়ার পেছনে সরকারের কোনো হাত নেই। এতিমের টাকা আত্মসাৎ করায় তিনি জেলে গেছেন।

শনিবার (০৫ মে) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখা আয়োজিত মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটার বিচার করেছেন আদালত।

কিন্তু বিএনপি-আওয়ামী লীগ সরকারের প্রতি দায় চাপাচ্ছে। এই মামলাও আওয়ামী লীগ সরকার করেনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশন দায়ের করেছে।  

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এখন খালেদা জিয়ার বাঁচার আর কোনো উপায় নেই। তবে একটাই উপায় আছে তার দোষ স্বীকার করে নেওয়া। তারপর রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। একমাত্র রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন।  

তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র-গণতন্ত্র করে, তারা কি গণতন্ত্র জানে। যাদের জন্ম হয়েছে আর্মি হেডকোয়ার্টারে বন্দুকের নলের মাথায়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।  

তিনি বলেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশের ভবিষ্যত ভালো। তার নেতৃত্বে দেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে। সারাদেশে উন্নয়ন হচ্ছে দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছে। তাই আগামীতেও উন্নয়ন ও ভালো থাকতে চাইলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলার সভাপতি মো. আক্কাস হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লগি সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালী আ’লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগ আহ্বায়ক এ এইচ এম ফুয়াদ, শ্রমিকলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্লা প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।