শনিবার (০৫ মে) বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে শ্রমিকলীগ ফরিদপুর জেলা শাখা আয়োজিত মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এটার বিচার করেছেন আদালত।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এখন খালেদা জিয়ার বাঁচার আর কোনো উপায় নেই। তবে একটাই উপায় আছে তার দোষ স্বীকার করে নেওয়া। তারপর রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া। একমাত্র রাষ্ট্রপতি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র-গণতন্ত্র করে, তারা কি গণতন্ত্র জানে। যাদের জন্ম হয়েছে আর্মি হেডকোয়ার্টারে বন্দুকের নলের মাথায়, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
তিনি বলেন, শেখ হাসিনার হাতে বাংলাদেশের ভবিষ্যত ভালো। তার নেতৃত্বে দেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে। সারাদেশে উন্নয়ন হচ্ছে দেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছে। তাই আগামীতেও উন্নয়ন ও ভালো থাকতে চাইলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।
জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর জেলার সভাপতি মো. আক্কাস হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লগি সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, কোতোয়ালী আ’লীগ সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা যুবলীগ আহ্বায়ক এ এইচ এম ফুয়াদ, শ্রমিকলীগের জেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদ হোসেন মোল্লা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৫, ২০১৮
এসএইচ